What is paperback? KDP GUIDELINE LEVEL 2

kdp একাউন্ট ড্যাশবোর্ডে লগ ইন করলেই Create a New Title এর নিচে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন Kindle eBook এবং Paperback এই দুটি অপশন। আমাদের গ্রুপের বেশিরভাগ মেম্বার যেহেতু পেপারব্যাক নিয়ে কাজ করে, তো আমি পেপারব্যাক সম্পর্কে কথা বল। 

পেপারব্যাক কি?

পেপারব্যাক বলতে আমরা সাধারণত ছোটবেলা থেকে যে হার্ডকভার প্রিন্টেড বইগুলো পড়ে এসেছি এগুলোকে বোঝায়। সহজ করে বললে প্রতিবছর আমাদের দেশে বইমেলাতে যে বইগুলো বিক্রি হয়- তার সবই পেপারব্যক। বুক লাইব্রেরি অথবা স্টেশনারী গুলো থেকে কোনদিন ডায়েরি কিনে নাই এমন লোক পাওয়া মুশকিল। এই লাইব্রেরি এবং স্টেশনারী গুলোতে যে বই পাওয়া যায় সবগুলো পেপারব্যাক। আর মজার বিষয় হলো এই ডাইরি তৈরি করে আপনি amazon kdp তে বিক্রি করতে পারবেন।

যেহেতু আমরা amazon kdp তে পেপারব্যাক আপলোড করবো, তো এই বইয়ের কোন অংশ কে কি বলে- তা সম্পর্কে আইডিয়া থাকলে আমাদের বই মেকিং করতে সহজ হবে। নিচের ইনফোগ্রাফিক টি খেয়াল করে দেখেনিন কোন অংশের কি নাম..

the ariful kdp
Book Info graph (2)
Book Info graph (1)
previous arrow
next arrow
Book Info graph (2)
Book Info graph (1)
previous arrow
next arrow

Book Cover :

বইয়ের সাইজ এবং বইয়ের ভিতরে কতগুলো পেজ থাকবে তার উপর নির্বর করে বইয়ের কভারের সাইজ হয়। সুতরাং কাভার ডিজাইনের সময় অবশ্যই কাভার টেমপ্লেট ব্যবহার করে ডিজাইন করতে হবে। কাভার টেমপ্লেট কিভাবে ডাউনলোড করবেন তা এখানে ক্লিক করে দেখে নিন। কিছু বহুল ব্যবহৃত কভার সাইজ জানতে এখানে ক্লিক করুন।

একটি বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ হলো বইয়ের কাভার। বইয়ের কভার যত সুন্দর হয় মানুষ বইটির প্রতি ততবেশি আকৃষ্ট হয়। অনেক সময় বইয়ের কাভার দেখেই বোঝা যায় বইটি কি সম্পর্কিত। অ্যামাজন স্টোরে একজন কাস্টমার বই কিনার পূর্বে বইয়ের কাভার টি  সর্বপ্রথম দেখে। এজন্য বই সম্পর্কিত ইনফরমেশনগুলো বইয়ের কাভারে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করতে হবে। 

একটি বইয়ের কভারে তিনটি অংশ থাকে-

  • Front part (5)
  • Back part (3)
  • Book spine (4)

আপনি যদি নতুন kdp শুরু করে থাকেন তবে শুধু কাভার ডিজাইন করেই বই আপলোড দিতে পারেন। রেডিমেড কিছু Book interior আমি অলরেডি দিয়ে রেখেছি এগুলো ফ্রিতে যতখুশি ব্যবহার করতে পারেন। Free book interior ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

নোটঃ শুধুমাত্র একটি কভার ডিজাইন করেই amazon kdp তে যে low content বই আপলোড করতে পারবেন-

  • নোটবুক বা ডাইরি টাইপ বই।
  • Bullet Journal
  • Dot Journal
  • Logbook
  • Planner
  • Writing/Composition books
  • Recipe books
  • Password books 
  • Sketchbook
  • To-do list
  • Fitness tracker
  • Birthday Tracker

কাভার ডিজাইন কিভাবে করবেন তা বুঝতে ভিডিওটি দেখুন-

এখন আপনার জন্য চ্যালেঞ্জ দশটি বুক কভার তৈরি করা। এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করলেই পাবেন একটি আকর্ষণীয় গিফট

এর জন্য শর্তগুলো হলো-

  • অবশ্যই কাভার টেমপ্লেট ব্যবহার করে সঠিক সাইজের ডিজাইন করতে হবে।
  • হ্যাশট্যাগ #Level2challenge ব্যবহার করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
  • আপনার তৈরি করা বই কভারগুলো দিয়ে photo collage তৈরি করে ফেসবুক গ্রুপ পোস্ট টি করতে হবে।
  • অন্তত চারটি কভার যেন স্পষ্ট বুঝা যায় সেদিকে খেয়াল রেখে photo collage তৈরি করবেন।
  • আপনার পোষ্টটি দেখে আমি যা কমেন্ট করব সেটি ফলো করতে হবে।

কিছু পরামর্শ: যেকোনো বইয়ের কাভার হলেই হবে ওটা কোন ব্যাপার না, তবে অবশ্যই নিজের করা ডিজাইন হতে হবে। ফটো কলেজ সুন্দর করার জন্য শুধুমাত্র book cover front part ব্যবহার করতে পারেন। ডিজাইন করার জন্য আপনার যেই সফটওয়্যারটি বেশি ভালো লাগে সেটি ব্যবহার করবেন। 

3 thoughts on “What is paperback? KDP GUIDELINE LEVEL 2”

Leave a Reply to lig tv Cancel reply