আপনার kdp একাউন্ট সঠিকভাবে সেটআপ করা অতি জরুরী। ধরুন, আপনি খুব কষ্ট করে কিছু বই আপলোড করলেন। পরবর্তী সময়ে শুধুমাত্র একাউন্ট সঠিকভাবে সেট-আপ না করার কারণে, আপনার অ্যাকাউন্টটি amazon সাসপেন্ড করে দেবে। ফলে সব কস্ট এক নিমিষেই মাটি হয়ে যাবে। আমি চাইনা আমার কমিউনিটির সাথে যারা যুক্ত, তাদের এমনটা কখনো হোক। অনেক সময় কিছু ভুলের কারনে, হাজার হাজার বই আপলোড দেয়া একাউন্ট পর্যন্ত সাসপেন্ড হয়ে যায়। তো যতই কাজ করতে থাকুন না কেন – সব সময় amazon kdp অ্যাকাউন্টের ট্রাম্স এন্ড কন্ডিশন সম্পর্কে, ভালো ধারনা এবং খেয়াল রাখতে হবে। বছর বছর এই ট্রাম্স এন্ড কন্ডিশন গুলো আপডেট হতে থাকে। এখন যেটা লিগাল কিছুদিন পর সেটা ইলিগ্যাল হতে হতে পারে। সুতরাং কমিউনিটির সাথে কানেক্টেড থেকে নিজেকে সবসময় আপডেট রাখুন।
kdp একাউন্ট ওপেনের পূর্বে যা করণীয় –
আমাদের ফেসবুক গ্রুপে kdp একাউন্ট সম্পর্কিত যত পোস্ট আছে ওগুলো ভালোভাবে খেয়াল করে দেখেন। এখন পর্যন্ত গ্রুপের মেম্বারদের kdp অ্যাকাউন্ট নিয়ে যত প্রবলেম হয়েছে সব সলিউশন এখানে পাবেন। আপনি যদি Facebook Group এ দেয়া পোস্ট গুলো ভালভাবে স্টাডি করেন, তাহলে আপনার একাউন্ট এ কোন প্রবলেম হবেনা। এমনকি fb পোস্টগুলোতে যদি আপনি কোন কিছু না বুঝে থাকেন, তবে পোস্টের নিচে কমেন্ট করেন। আপনি কমেন্ট করলে গ্রুপের একটিভ মেম্বারগন অথবা আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব, যার ফলে আপনি বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন।
কিভাবে kdp একাউন্ট সম্পর্কিত পোস্টগুলো গ্রুপে খুজে পাবেন?
গ্রুপের ডানপাশে একটু তাকালে দেখতে পাবেন POPULAR TOPICS IN POSTS. এখান থেকে kdp Account টপিকটি তে ক্লিক করবেন। তাহলেই কেডিপি একাউন্ট সম্পর্কিত সবগুলো পোস্ট একসাথে চলে আসবে। আপনি যদি কেডিপি একাউন্ট সম্পর্কিত কোন পোস্ট গ্রুপে করতে চান তাহলে kdp Account টপিকটি সিলেক্ট করে পোস্ট করবেন। আরো পরিষ্কারভাবে বোঝার জন্য নিচের ছবিগুলো খেয়াল করুন-




kdp একাউন্ট করার পূর্বে যে যে একাউন্ট করতে হবে-
- Payoneer একাউন্ট করতে হবে। ( kdp একাউন্ট এ পেমেন্ট সিস্টেম এড করতে একটি US ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন, আর Payoneer তাদের গ্রাহকদের US ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকে।)
- e-Tin একাউন্ট করতে হবে। ( kdp একাউন্ট এ টেক্স ইনফরমেশন সেটআপে e-Tin নাম্বার দিতে হয়।)
” জরুরী নোট: kdp একাউন্ট ওপেন এর প্রয়োজনীয় সকল ইনফরমেশন এবং অন্যান্য প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো (যেমনঃ পেয়নিয়ার,ই-টিন) যাতে একই নামে হয়।“
এই ভিডিওটি দেখে kdp একাউন্ট করে নিন-
আপনার একাউন্ট ক্রিয়েশন এ কোন প্রবলেম হলে অথবা কোন কিছু বুঝতে না পারলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন। আমাদের ফেসবুক গ্রুপ লিংক – Facebook Group.
kdp বিজনেসের জন্য সঠিক গাইডলাইন পেতে আমাদের ওয়েবসাইট theariful.com এর Blog পোস্ট গুলো ফলো করুন। ফ্রী ম্যানুস্ক্রিপ্ট এর জন্য ভিজিট করুন আমাদের Book Packs সেকশন। প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল The Ariful.
book Packs to free kcui download hcce na
এই ভিডিওটা ফলো করেন: https://youtu.be/fLU1pyYMD_M
যেগুলোর দাম 0 ডলার দেয়া আছে ওগুলো
ডাউনলোড করতে পারবেন.. যেখানে দামটা নিজে টাইপ করে দেয়া যায়- সেখানে শূন্য দিবেন, তবে ফ্রী ডাউনলোড করতে পারবেন..