1000$ না 2000$ না – হাজার হাজার ডলার ইনকাম করুন একদিনে

আমরা যারা POD বিজনেস করি তাদের সবারই মাথায় এখন Q4 সিজন নিয়ে চিন্তাএই সময় ভালো একটু প্রস্তুতি নিতেই হবে, কেননা সারাবছর যে যাই করুক না কেন আগামী মাসগুলো উপযুক্ত সময় সুদে-আসলে তা পুষিয়ে নেওয়ার। অনেকে তো সারা বছরের ইনকাম এই Q4 সিজনে করে থাকে। অন্য দিকে যারা নতুন তারা বুঝে উঠতে পারে না কিভাবে কি করবে।

অনেকেই অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই মাসগুলোর এক সপ্তাহে – যে পরিমাণ প্রফিট করে তা পুরো বছর জুড়ে হয় না। আর যারা মার্কেটিং করে, এই সময় একটি উইনিং ক্যাম্পেইন মানে একদিনে এত প্রফিট, যা আমাদের দেশের একজন সাধারণ মানুষের সারাজীবনের ইনকাম এর থেকেও বেশি। আমি এখন 2020 সালের আপকামিং Q4 সিজনের প্রস্তুতি নিয়ে আমার চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করব

kdp Amazon idea

প্রথমত মার্কেটপ্লেসগুলোর সারা বছরের শপিং স্ট্যাটিসটিক্স এ যা দেখতে পাই – 

  • Q1, January – March: 9% 
  • Q2, April – June: 11% 
  • Q3, July – September: 10% 
  • Q4, October – December: 60% 
  • Others – 10%

Q4 সিজনের যে ইভেন্টগুলো নিয়ে কাজ করা যেতে পারে – 

  • Halloween – Oct 31 
  • Veterans Day – Nov 11 
  • Thanksgiving – Nov 26 
  • Black Friday – Nov 27 
  • Cyber Monday – Nov 30 
  • Green Monday – Dec 14 (2nd Monday in December) 
  • Free Shipping Day – Dec 14 
  • Christmas Day – Dec 25 
  • Boxing Day – Dec 26 
  • New Years Day – Jan 1

উপরের ইনফরমেশন গুলো Q4 নিয়ে চিন্তা করতে সবাইকে সাহায্য করবে। এখন আমার ভাবনায় আসি – এতগুলো ইভেন্টের মধ্যে যেকোন একটা তে এবার ছক্কা মারতেই হবে। আর বেশি ডিটেইলে বলতে গেলে পোস্ট টি অনেক বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ সামনে আরেকদিন বিস্তারিত বলার চেষ্টা করব।

এই Q4 সিজনে আপনার প্রিপারেশন কেমন কমেন্টে জানিয়ে দিন।

Leave a Comment